গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় অপারেশন ডেভিল হান্টে সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সোহেল মিয়া (২৪), মামুন মিয়া (২৫), হৃদয় মিয়া (২৫), আলামীন শেখ (২৪) ও মামুন হোসেন (২৪)। তারা সবাই টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া বলে জানায় র্যাব।
র্যাব সূত্র জানায়, সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারীরা দেশব্যাপী যাত্রী ও পথচারীদের কাছ থেকে বেপরোয়া ভাবে মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল। এমন পরিস্থিতিতে ছিনতাই চক্রের সদস্যদের ধরতে র্যাব-১ তাদের গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করে।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপারসি নিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো: রাকিব হাসান পিপিএম-সেবা জানান, গ্রেফতারদের মধ্যে হৃদয় মিয়ার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট, সোহেল মিয়ার বিরুদ্ধে দস্যুতা মামলা এবং মামুন মিয়ার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারদের সংশ্লিষ্ট টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।



