বগুড়া যাচ্ছেন তারেক রহমান, যোগ দেবেন গণদোয়া অনুষ্ঠানে

‘প্রিয় নেতাকে বরণ করে নিতে আমরা বগুড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঘরের ছেলেকে স্বাগত জানাতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
তারেক রহমান
তারেক রহমান |ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি দুই দিনের সফরে বগুড়া যাচ্ছেন।

সোমবার (৫ জানুয়ারি) বগুড়া বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সফরের বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ‘প্রিয় নেতাকে বরণ করে নিতে আমরা বগুড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঘরের ছেলেকে স্বাগত জানাতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এটি কেবল একটি রাজনৈতিক সফর নয়, বগুড়াবাসীর জন্য এটি এক আবেগঘন মুহূর্ত।’

দলীয় সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি রাতে ঢাকা থেকে বগুড়া পৌঁছে পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জেলা বিএনপি আয়োজিত গণদোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ দোয়া আয়োজনের প্রস্তুতি চলছে। তবে অনুষ্ঠানের স্থান এখনো চূড়ান্ত নয় বলে জানা গেছে। বিকল্প হিসেবে আলতাফুন্নেছা খেলার মাঠেও এ দোয়া কর্মসূচি আয়োজন করা হতে পারে।

দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমানের এ সফর উপলক্ষে মাঠের বাইরে বড় পর্দায় তার বক্তব্যসহ পুরো অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, ওই অনুষ্ঠানে তারেক রহমান আমন্ত্রিত আহত জুলাইযোদ্ধাদের সাথে সাক্ষাৎ করবেন। পরে তিনি জুলাই আন্দোলনে শহীদ কমর উদ্দিন বাঙ্গী, শহীদ রাতুল ও শহীদ মাহফুজার রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।

পরে রংপুরের উদ্দেশে সড়কপথে বগুড়া ত্যাগ করবেন। রংপুরে যাওয়ার পথে তিনি বগুড়ার মহাস্থান, মোকামতলা ও গাইবান্ধাসহ রংপুর জেলার বিভিন্ন পয়েন্টে উপস্থিত জনগণের উদ্দেশে তাৎক্ষণিক শুভেচ্ছা বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি রংপুর পৌঁছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর রাতে অথবা পরদিন তার ঢাকা ফেরার কথা রয়েছে।

তারেক রহমানের সফর ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

তারেক রহমানের আগমন ঘিরে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়কে নতুন করে সাজানো হচ্ছে। দীর্ঘ ১৯ বছর ধরে অব্যবহৃত থাকা তার রাজনৈতিক অফিসটিও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করা হচ্ছে। এছাড়া পৌরসভার পক্ষ থেকে শহরের রাস্তা মেরামত ও সৌন্দর্য বর্ধন করা হচ্ছে।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০৬ সালের ডিসেম্বর মাসে তারেক রহমান সর্বশেষ বগুড়া সফর করেন। তিনি ওই দিন ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোকে সাথে নিয়ে ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর ওই নির্বাচন স্থগিত হয় এবং এক-এগারো সরকার ক্ষমতা দখল করলে তিনি গ্রেফতার হন। পরে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেন।

তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। দেশে আসার পর এটিই তার প্রথম বগুড়া সফর।

তারেক রহমানের সফর সফল করতে বগুড়া জেলা বিএনপি গত সোমবার এক প্রস্তুতি সভা করেছে দলীয় কার্যালয়ে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক গোলাম মো: সিরাজ ও অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলী আজগর হেনা ও কাজী রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জয়নাল আবেদীন চাঁন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।