পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং খুনি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ বলেন, ‘পিআর পদ্ধতিতে কোনো ভোটারের ভোট নষ্ট হবে না। বর্তমান নির্বাচন পদ্ধতিতে শতকরা ৫১ ভাগ ভোট পেলেই নির্বাচিত হওয়া যায়। কিন্তু বাকি ৪৯ ভাগ ভোটের কোনো মূল্য নেই। এ পদ্ধতিতে মাত্র এক শতাংশ ভোট পেলে একটি দল সংসদে তিনটি আসন পাবে। ফলে দেশের ছোট-বড় সব দলই সংসদে প্রতিনিধিত্ব পাবে। এর ফলে সব দলের কথা বলার সুযোগ সৃষ্টি হবে সংসদে। এতে যোগ্যরা সংসদে যাওয়ার সুযোগ পাবেন। যেহেতু এ পদ্ধতি জাতীয় সরকারের মতোই। তাই রাজপথে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলনের প্রয়োজন থাকবে না। বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেনসহ বিশ্বের প্রায় ১০০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।’
তিনি বলেন, ‘এতো রক্তের বিনিময়ে ৫ আগস্ট পরিবর্তনের পরেও যদি রাষ্ট্র সংস্কার করা না হয় তাহলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নির্বাচনের আগেই হতে হবে।
এছাড়া এসব দাবিতে ২৩ সেপ্টেম্বর বিকেলে শহীদ খোকন পার্কে এক জনসভা আয়োজন করা হয়েছে। এতে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রধান অতিথির বক্তব্য দেবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি আ ন ম মামুনুর রশীদ, সেক্রেটারি প্রভাষক অধ্যাপক শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, জিল্লুর রহমান, রেজাউল করিম মীর মাহমুদুর রহমান চুন্নু, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।