একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই জানিয়ে জামায়াত নেতারা বলেন, ‘এ দেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না। আমরা চাই সকল ভোটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এ পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন কমে যাবে।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে আলুপট্রি এবং জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট রোড পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ‘ভোটার যখন ভোট দেন তখন আশা করেন, তার মত বা আদর্শের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু, এমনকি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসে। বিশ্বের অনেক উন্নত দেশে এ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো: শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।