গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে ৩০৫ পরিবারের যোগদান

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে ৩০৫ পরিবারের যোগদান
গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে ৩০৫ পরিবারের যোগদান |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: মতিয়ার রহমান।

গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে ৩০৫ পরিবারের যোগদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা: রবিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক,পৌর রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমানসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩০৫ পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

স্থানীয় নেতারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান