বগুড়ায় ৫ শতাধিক এ+ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

‘সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়ন করতে হবে। তাহলেই দেশ উন্নয়নের শিখরে আরোহন করবে।‘

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় ৫ শতাধিক এ+ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
বগুড়ায় ৫ শতাধিক এ+ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা |নয়া দিগন্ত

বগুড়ায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া শহর শাখা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বগুড়া শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।

শহর সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান আজাদ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনার রশিদ, কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়ন করতে হবে। তাহলেই দেশ উন্নয়নের শিখরে আরোহন করবে।‘

অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া নীপা রানী ও আব্দুর রউফসহ কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে এ ধরনের আয়োজনের জন্য শিবিরকে ধন্যবাদ জানান।