বগুড়ায় ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে নুরুল ইসলাম (৬২)-এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার; চোখ উপড়ে ফেলা ও কান কাটা অবস্থায় পাওয়া যায়, হত্যার কারণ ও খুনি এখনো অজানা, পুলিশ তদন্ত চালাচ্ছে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Bogura
বগুড়ায় ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বগুড়ায় ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার |সংগৃহীত

র (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নুরুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয় কৃষকরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মরহুম ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের কৃষকরা ধান কাটতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে মানুষের ভিড় শুরু হয়। পরে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের সময় দেখা যায়, নুরুল ইসলামের দু’টি চোখ উপড়ে ফেলা ও একটি কান কেটে নেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশটি ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।

তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড হয়েছে তা এখনো জানা যায়নি।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, ‘হত্যার রহস্য উৎঘাটন ও আসামি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Topics