ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী ঈদগাহ মাঠ থেকে বৃষ্টিতে ভিজে শুরু হওয়া গণমিছিলটি প্রধান সড়ক কলেজ রোড অতিক্রম করে চাঁদনী মোড় হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে এসে শেষ হয়।
এ উপলক্ষ্যে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল গণমিছিলে এসে যোগ দেয়।
গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাশের সঞ্চালনায় মিছিল পূর্ব ইমামবাড়ী মাঠে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-১০ গফরগাঁও-পাগলা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, তামিরুল মিল্লাতের সাবেক ভিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাহত অন্যতম নেতা আব্দুল্লাহ আল মিনহাজ, মোফাজ্জল আনসারী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার মসনদ নড়বড়ে হয়ে উঠে। পরে তিনি ভারতে পালিয়ে যান। সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে তিনি নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলার জনগণ খুনি হাসিনার উপযুক্ত বিচার চান। জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও মহাজাগরণ ঠেকাতে পারেনি এ স্বৈরশাসক। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে তার দল ও অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।
মিছিল ও কর্মসূচিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সভাপতি রফিকুল আলম বিএসসি, পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীম, সেক্রেটারি একলাছুর রহমান, পাগলা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হিরা, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফুজ্জামান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জানান, পাগলা থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা।
গণমিছিলটি দাড়িপাল্লা মার্কার নির্বাচনী শোডাউনে পরিণত হয়। মিছিলকারীরা বিভিন্ন সাইজের দাঁড়িপাল্লা প্রদর্শন করে। অনেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও জামায়াতের দলীয় পতাকা বহন করে। খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা মাথায় লাল-সবুজের ফিতা পরিধান করে। মিছিলে যোগদানকারীরা নানা শ্লোগানে পৌর শহর প্রকম্পিত করে তোলে।
উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল ‘আল কোরআনের আলো সংসদে জ্বালো’, ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বিচার চাই, বিচার চাই, গণহত্যার বিচার চাই’। ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’। ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ প্রভৃতি।