ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় আটটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ জুলাই) দুপুরে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আচকিপাড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, রাতের আঁধারে ভারত থেকে গরুগুলো বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। সীমান্তের আচকিপাড়া এলাকা দিয়ে প্রবেশের সময় বিজিবির টহল দলের নজরে আসে। এ সময় পাচারকারী চক্রকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায় তারা। তবে জব্দ করা হয় ভারতীয় আটটি গরু। এগুলোর বাজারমূল্য পাঁচ লাখ ২০ হাজার টাকা।
তিনি আরো জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।