সারা দেশের মতো ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মাদারীপুর ও শরীয়তপুরের মুসলমানরা।
শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে জেলার পৌরসভার ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে সকাল থেকেই দলবেঁধে মুসল্লিরা নামাজের স্থানে আসেন।
মাদারীপুর ও শরীয়তপুরের প্রধান ঈদগাহ মাঠে হাজার হাজার মুসল্লির ঢল নামে। সুষ্ঠুভাবে ঈদের নামাজ সম্পন্ন করতে গোটা এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এলিট ফোর্সের সদস্যরা।
এলিট ফোর্সের সদস্যরা জানায়, ঈদের জামাতে যেন কোনো ধরণের বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষে পুরো মাঠ ও আশপাশ এলাকায় কড়া নজরদারি চালানো হয়। মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে নামাজ আদায় করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।
নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন, এ সময় ধর্মীয় উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পুরো বাংলাদেশের জন্য তারা প্রাণ খুলে দোয়া করেন।