নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে মুর্তজা মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার সহ-সভাপতি নুরুল ইসলাম রতন। এছাড়া বক্তব্য রাখেন সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডার সৈয়দপুর শহরের সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মমিন। পরিচালনা করেন সেক্রেটারি জুনায়েদ আহমেদ, আব্দুল মুয়ীদ আলাল ও জুলফিকার রহমান।
সমাবেশ শেষে মূর্তজা মিলনায়তন থেকে একটি র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি ও সমাবেশে তিন শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।



