দ্বৈত নাগরিকত্বের কারণে রংপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মনজুম আলীর মনোনায়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে রংপুর ডিসির সম্মেলন কক্ষে আসনটির মনোনয়ন পত্র যাছাইবাছাই শেষে এই তথ্য জানান ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান।
এই আসনে ৮ জনের মনোয়নন বৈধ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, আসনটিতে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাছাই বাছাইয়ে ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মনজুম আলী হলফ নামায় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্বের তথ্য দিয়েছেন। সে কারণে আইন অনুযায়ী দ্বৈত নাগরিকের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তাই তার তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তার আপিলের সুযোগ আছে।
এ ব্যপারে মনজুম আলী জানান, মনোনয়ন ফরমে, ক্লারিক্যাল ইরর হয়েছে। সে কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন- সামান্য ত্রুটি হলে সেটা সেখানেই ঠিক করে দেয়ার সুযোগের কথা। কিন্তু অন্যদের দিলেও তারা আমাকে দেয়নি। আমি আপিল করবো এবং মনোনয়ন ফিরে পাবো ইনশাআল্লাহ।
এই আসনে বৈধ মনোনয়ন প্রার্থীরা হলেন- বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান, এনসিপির আল মামুন, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক দলের আহসানুল আরেফিন, ইসলামি ফ্রন্টের মো: আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান।
রংপুর ১ আসন গঙ্গাচড়া উপজেলার ৯টি ওয়ার্ড ওরংপুর সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন ভোটার রয়েছেন।



