আনোয়ারায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)
আনোয়ারায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
আনোয়ারায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান।

এছাড়া উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।