ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী তার বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ত্রিশাল। দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটরিয়মের সামনের মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে অনতিবিলম্বে এ দাবি পূরণ না হলে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ‘আমরা ত্রিশালবাসী’ সংগঠনের নেতারা।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সমাজ, শিক্ষার্থীসহ ত্রিশালের জনসাধারণ অংশ নেয়।
ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, অধ্যাপক আব্দুল আউয়াল, জামায়াতের সেক্রেটারি এনামুল হক, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক এ টি এম মনিরুজ্জামান, রুকুনুজ্জামান সরকার রাহাদ, যুবদলনেতা মাহফুজুর রহমান কবীর, তাতী দলনেতা মামুন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারুফ হাসান, মেহেদী হাসান, হাসান সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘের নেতারা।
এদিকে আজকের এ কর্মসূচি সরকারের দৃষ্টিতে না আসলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে মানববন্ধনে ঘোষণা দেন বক্তারা।
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে পালনের ঘোষণা করা হয়। এতে ফুঁসে উঠে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল প্রেমিকরা। তারা এ অনুষ্ঠান ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।