নাটোরের গুরুদাসপুরে অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবা ও ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসী। এ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে তাদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
এ সময় নজরুল ইসলাম, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, রাজ্জাক, জিয়াউর রহমান ও রানাসহ গ্রামের অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাবা কালাম ও ছেলে সোহাগের মাদকদ্রব্যে কুমারখালী যুব সমাজ নষ্ট হয়ে পড়েছে। অস্ত্র, মাদক, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে তাদের নামে। তবুও এলাকায় মাদক বিক্রি, চুরি ও চাঁদাবাজি করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া তারা জাল টাকার মামলার সাথেও জড়িত। এলাকার অনেক মানুষের ভ্যান, পুকুর থেকে মটর ও ট্রান্সফর্মারও চুরি করেছে তারা। টাকার স্বার্থে যেকোনো অন্যায় কাজ করতে পারে তারা।
মাদক সম্রাট ওই বাবা-ছেলের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা ও তাদের বিচারের দাবিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী।
এদিকে অভিযুক্ত কালাম ও সোহাগ পলাতক থাকায় এ ব্যাপারে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।