নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের মানুষের জনজীবন বিপর্যস্ত

‘জোয়ারের পানিতে এখানকার বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ কিছু বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় হাতিয়ার সাথে নৌ যোগাযোগ শুরু হয়েছে।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের মানুষের জনজীবন বিপর্যস্ত
নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের মানুষের জনজীবন বিপর্যস্ত |নয়া দিগন্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ফসল মাছের ঘের ও কাঁচা বাড়ি-ঘরের। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। জোয়ারে সুখচর ইউনিয়ন নলচিরা, চরইস্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা ডুবে যায়।

এছাড়া নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চর এই চরাঞ্চলগুলোতেও ঢুকে পড়েছে জোয়ারের পানি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে প্রবল জোয়ারে তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে গত তিন দিনের বৃষ্টিপাতে জেলা শহর মাইজদীসহ সদর, বেগমগঞ্জ, সেনবাগ কবিরহাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন বলেন, ‘জোয়ারের পানিতে এখানকার বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ কিছু বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় হাতিয়ার সাথে নৌ যোগাযোগ শুরু হয়েছে।