পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ ছেলে নাঈম শেখকে পুলিশে দিয়েছেন বাবা।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িখালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নাঈম ওই এলাকার আনসার শেখের ছেলে। গাজা সেবনের পাশাপাশি তিনি মাদক বিক্রির সাথেও জড়িত ছিলেন।
নাজিরপুর থানা পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো: সাজেদুর রহমান জানান, নাঈম দীর্ঘদিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি খুচরায় বিক্রিও করেন। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন তিনি। নাঈমের বাবা বাধা দিলে না শুনলে তিনি স্থানীয় চৌকিদার মো: এনামুল হককে খবর দিলে তিনি পুলিশে খবর দেন। এ সময় নাজিরপুর থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী ঘটনাস্থলে এসে নাঈমকে গ্রেফতার করে ও মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যেয়ে মাদকদ্রব্য আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেয়া হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ আল মাহামুদ ভূইয়া বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে একটি ফোর্স পাঠাই৷ সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত ব্যক্তিকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন সাথে ১০০ শত টাকা জরিমানা করেন।’



