জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীতে বিএনপির মৌন মিছিল

‘ছাত্র-জনতা এদেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কোনো স্বৈরাচার বা অপশক্তি যেন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীতে বিএনপির মৌন মিছিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীতে বিএনপির মৌন মিছিল |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীতেও শুক্রবার মৌন মিছিল করেছে বিএনপি। মিছিলকে ঘিরে জুমার পর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শহরের ট্রাঙ্ক রোডে। বিকেলে মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডে এসে ফেনী প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্র-জনতা এদেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কোনো স্বৈরাচার বা অপশক্তি যেন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, কেন্দ্রীয় নেতা বেলাল উদ্দিন আহমেদ, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, অধ্যাপক আব্দুল খালেক, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমূখ