‘তোমার লোগত কিন্তু মোর আলাদা দাবি আছে’ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা খুব শিগিগিরই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দলের পক্ষ থেকে যাব। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট দিবে না। এত দিন ধরে এই সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে।
সোমবার (২৪ মার্চ) দুপুুর ১টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘এনসিপি’র পক্ষ থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে যারা রয়েছেন তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা।’
তিনি বলেন, ‘এনসিপি ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে তরুণ প্রজন্মের হাত ধরে আত্মপ্রকাশ করেছে। এখানে আমি উত্তরাঞ্চলের ৩২ জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের পঞ্চগড়ের ছেলে হিসেবে এই দায়িত্ব পালনকালে আমি আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই। বাংলাদেশে গত ৫৩-৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত প্রায় দেড় থেকে দু’ হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে। এরপর তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশে নতুন দল এসেছে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা-উপজেলায় কাজ শুরু করেছি।’
তিনি আরো বলেন, ‘তারা শুধু ভোটের আগের দিন কিছু টাকা ধরিয়ে দেয় আর ভোট শেষ হলে তার পরে কোনো কাজে গেলে কাজ হওয়ার আগে তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। হামার এই দেবীগঞ্জে যেসব লোকরা আছেন তোমারলার সাথে খুব দ্রুত আরো দেখা হবে।’
এই মুখ্য সংগঠক বলেন, ‘দেবীগঞ্জের প্রত্যেকটা গ্রামে, ইউনিয়নে, রাস্তা-ঘাটে দেখা হবে। হামরা হামার মার্কা নিয়া দলের নাম নিয়া তোমর কাছত ভোট চাহিবার আসিম। যদি তোমারলার কথা রাখবার পাড়ি তাইলে ভোট দিবেন তা নাইলে দিবেন না। এই পঞ্চগড় মোর জন্মভূমি তোমার লোগত মোর আলাদা দাবি আছে কারণ মুইত তোমারে ছোয়া এই জন্য সামনত তোমার বাড়িত নেফা শাক ডাল দিয়ে ভাত খামো আর গল্প করিমো।’