বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে হতাশ বা মন খারাপ হওয়ার কিছু নেই, এটি আমাদের জন্য সবক। আল্লাহর কুরআন আপনারা পড়ে দেখুন হতাশ হওয়ার কিছু নেই। আমাদের সতর্ক ও সাবধান হওয়ার জন্য আল্লাহ তায়ালা এমন ঘটনা ঘটিয়েছেন। আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার পতন করে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছি। আমরা সেই আন্দোলন বহাল রেখে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সংখ্যগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশ শাসন করে মানুষের অধিকার প্রতিষ্ঠিতা করবো, ইনশাল্লাহ।’
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে খাইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘৭৪ সালে পার্লামেন্টে দাঁড়িয়ে আইন পাশ করেছিল এক নেতার এক দেশ সেটাও টেকেনি। আমাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে হতাশ না হয়ে এখন থেকে ছাত্র ভাইয়েরা, মা-বোনেরা শক্ত অবস্থানে থাকতে হবে। আমরা আইনের শাসনের জন্য এই দেশ স্বাধীন করেছি। তারা যাওয়ার শেষ দিন পর্যন্ত অপকর্ম করেছে।’
ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।
মশিউর রহমান বিপ্লব বলেছেন, ‘যারা সদস্য হবেন তারা ২০টাকা দিতে হবে। ২০ টাকা বড় কথা নয় কিন্তু আপনি দলের মালিকানা প্রতিষ্ঠিত করতে পারার সুযোগ পেয়েছেন। এটা একজন কর্মীর জন্য বড় প্রাপ্তি। যারা অতীতে আওয়ামী লীগ করেছেন কিংবা আওয়ামী লীগের সাথে থেকে দেশের ক্ষতিকর কাজে যুক্ত ছিলেন তাদেরকে কোনোভাবেই সদস্য করা যাবে না। যদি কেউ তার ব্যক্তিগত দল ভারি করার জন্য ফ্যাসিস্টকে দলের সদস্য করেন তার তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিএনপি করার সুযোগ জীবন থেকে চলে যাবে। সুতরাং সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।’
ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম-আহ্বায়ক তপন কর, ওমান মাস্কট বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ও যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলাউদ্দিন রুমন প্রমুখ।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মায়ন পাটোয়ারী ও লিটন মেম্বার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খন্দকার সহ বিপুল সংখ্যক বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।