মুরাদনগরে বিএনপির বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

মুরাদনগর উপজেলা সদরে শোভাযাত্রা করে মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

মুরাদনগর উপজেলা বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা
মুরাদনগর উপজেলা বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে মুরাদনগর উপজেলা সদরে শোভাযাত্রা করে মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। শোভাযাত্রাটি উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মীর্জা শহীদুল হক, আবুল হাছান ছিটন, জসিম উদ্দিন রিপন, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপির নেতা দুলাল দেবনাথ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাছান আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সদস্য সচিব সুমন মিয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারন সম্পাদক রুহুল আমিন খোকন, যাত্রপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর্জা আবুল হাসেম, যুবদল নেতা মাসুম মুন্সী, ছাত্রদল নেতা ওমর ফারুক সোহাগ প্রমুখ।