সুনামগঞ্জে বিএনপির ৯ নেতার অব্যাহতি প্রত্যাহার

তাদের বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ছিল।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির নয় নেতাকে দেয়া অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ছিল।

রোববার (২০ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য আব্দুল হক স্বাক্ষরিত দলীয় প্যাডে এই অব্যাহতি প্রত্যাহার করা হয়।

যাদের অব্যাহতি প্রত্যাহার হয়েছে তারা হলেন, দিরাই পৌর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, উপজেলা বিএনপির তৎকালীন সহ-সাংগঠনিক মখলিসুর রহমান লাল মিয়া, উপজেলা বিএনপির তৎকালীন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রতন কুমার তালুকদার, করিমপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক পংকজ দাস, দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দুর রহমান তালুকদার, মো: নাছির উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এহিয়া আহমদ লিটন ও চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তপু রায়হান।