ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো: রিপন মিয়া (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কামাল হোসেন (৩৪) নামে ট্রাকের হেলপার।
আজ বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী গ্রামের শাহজাহানের ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে ঢাকামুখী ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এতে পৈছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকচালক নিহত হন ও হেল্পার আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা-কবলিত গাড়ি দু’টি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
কাভার্ডভ্যানটি নিয়ে চালক পুলিশ আসার আগেই পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।



