শহীদ শরীফ উসমান হাদির স্মরণে চাঁদপুর জামায়াতে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহীদ শরিফ উসমান হাদির শাহাদাত কবুলিয়াতের জন্য আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
শহীদ শরীফ উসমান হাদির স্মরণে চাঁদপুর জামায়াতে আলোচনা সভা ও দোয়া
শহীদ শরীফ উসমান হাদির স্মরণে চাঁদপুর জামায়াতে আলোচনা সভা ও দোয়া |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহীদ শরিফ উসমান হাদির শাহাদাত কবুলিয়াতের জন্য আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব স্থানীয় এক মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি তার বক্তব্যে বলেন, শহীদ শরীফ উসমান হাদি ছিলেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। তার শাহাদাত আমাদের ন্যায়, সত্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, তাদের আদর্শ ধারণ করেই একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। শহীদ শরীফ উসমান হাদির আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাবে এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো: মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।

আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মো: জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো: শাহজাহান খান, সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। দোয়া অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।