জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমরা সব সময় মানবতার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই। এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবো, ইনশাআল্লাহ।’
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে সুবিদবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কোরআন ও হাদিসের আলোকে সমাজকে আলোকিত করতে চায়। এজন্য জামায়াতের ওপর সীমাহীন জুলুম চালানো হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে, জেলে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। হাজারো নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা ও পঙ্গু করা হয়েছে। কিন্তু আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি, কোনোদিন পারবেও না। কেন না আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে কাজ করছি। আমাদের কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘সিলেট আমার প্রাণের শহর। এখানেই শৈশব, কৈশোর, যৌবনের দিন শেষে বার্ধক্যে উপনীত হয়েছি। বর্তমানে সিলেট-১ আসনের জন্য দল আমাকে মনোনীত করেছে। আমি আপনাদের পাশে থাকতে চাই।’
থানা আমির শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টিমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার।
সমাবেশে বক্তব্য রাখেন- বিমানবন্দর থানার নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন পাঠান ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম, ৪ নম্বর ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার জাফর আলী ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ চৌধুরী প্রমুখ।