জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নারী অধিকার ও নারী শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। এতে নারীদের স্বাবলম্বী হওয়ার দিক-নির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে হাওরাঞ্চলের নারীদের কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাদের জন্য বিনা সুদে ঋণ দেয়া হবে।’
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘হাওরাঞ্চলের মানুষ স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে। নারীদের অবস্থান আরো পিছিয়ে। সুনামগঞ্জের হাওরাঞ্চলে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা অসুস্থ হলে সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন। উপজেলা সদরে গর্ভবতী ও শিশুদের সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। প্রতিটি জনগণ তার নিজ ইউনিয়নে চিকিৎসার সুবিধা পাবে।’
এছাড়া দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও নারীদের অগ্রগতির জন্য আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দিতে এবং বিএনপির পক্ষে ভোট চাইতে অনুরোধ জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



