সিলেটে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের আগেই ‘অবসরপ্রাপ্ত মাফিয়া গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে আটক করেছে পুলিশ। এতে ভেস্তে যায় তাদের পরিকল্পনা। বয়সে শিশু হওয়ায় নাম পরিচয় গোপন রেখে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানায়, রোববার রাত ১২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন চারাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধভাবে মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও জনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির সাথে জড়িত ‘অবসরপ্রাপ্ত মাফিয়া গ্রুপ’ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে দু’টি চাকুসহ আটক করে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ। পরবর্তীতে আটককৃতের দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই গ্যাংয়ের আরো আট সদস্যকে আটক করা হয়। তারা ‘অবসরপ্রাপ্ত মাফিয়া গ্রুপ’ নামে হোয়াটসআপে একটি গ্রুপ খুলে সে গ্রুপে প্রতিপক্ষের ওপর হামলার পরিকল্পনা নিয়েছিল। পুলিশের হাতে গ্রেফতারের মাধ্যমে তাদের পরিকল্পনা নস্যাৎ হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলাপূর্বক সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার দেখিয়ে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



