সিলেটে আবারো অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪

আটক ব্যক্তিদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪
অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪ |নয়া দিগন্ত

সিলেটে আবারো বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। এ সময় দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ এবং চারজনকে আটক করা হয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এসএমপির জালালাবাদ থানাধীন শিবেরবাজার সংলগ্ন রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার নন্দিরগাও ইউনিয়নের মরহুম তছির মিয়ার ছেলে মো: কুতুব উদ্দিন (৫০), একই গ্রামের মকবুল আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০), মরহুম মনফর আলীর ছেলে ময়না মিয়া (৪০) ও ছয়ফুর রহমানের ছেলে নাছির উদ্দিন (৪০)।

উল্লেখ্য, এর আগে গত সোমবার ও মঙ্গলবার পৃথক অভিযানে সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ।