গাজীপুরে কলেজ ছাত্র আবুল কালাম আজাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’-কে গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-১৪ এর সমন্বিত অভিযানিক দল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১২টি মামলা রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত বছরের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আবুল কালাম আজাদকে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা কাঞ্চন বেগম কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত ‘পিচ্চি আকাশ’-কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই অভিযানে তার সহযোগী সৌরভকেও গ্রেফতার করা হয়, যিনি কালিয়াকৈর থানায় দায়েরকৃত আরেক মামলার আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।