রূপগঞ্জে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির অভিযোগে বিক্ষোভ

রূপগঞ্জে এলপি গ্যাসের অনুমোদিত ডিলার হিসেবে পরিচিত সালমান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১২৫৩ টাকা মূল্যের ১২ কেজির এলপিজি সিলিন্ডার কোম্পানি থেকে সংগ্রহ করলেও তা খুচরা পর্যায়ে ১৮ শ’ থেকে দুই হাজার টাকায় বিক্রি করছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মানববন্ধন
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মানববন্ধন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বুধবার (১৪ জানুযারি) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার মইকুলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রূপগঞ্জে এলপি গ্যাসের অনুমোদিত ডিলার হিসেবে পরিচিত সালমান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১২৫৩ টাকা মূল্যের ১২ কেজির এলপিজি সিলিন্ডার কোম্পানি থেকে সংগ্রহ করলেও তা খুচরা পর্যায়ে ১৮ শ’ থেকে দুই হাজার টাকায় বিক্রি করছে। এতে সাধারণ ভোক্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানির দাম এভাবে বাড়িয়ে নেয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য রান্নার খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দ্রুত অভিযান চালানো হোক।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশ্বাস দিলে পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।