অপরিকল্পিত নগরায়ন, পুকুর, খাল-বিল দখল বন্ধ করতে হবে : ফেনী জেলা প্রশাসক

পরিকল্পিত নগরায়ন ও নতুন নতুন বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন অনুষ্ঠান
ফেনীতে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন অনুষ্ঠান |নয়া দিগন্ত

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, অপরিকল্পিত নগরায়ন, পুকুর, খাল-বিল দখল বন্ধ করতে হবে। প্রকৃতিকে হত্যা করা যাবে না, গাছপালা, বিভিন্ন প্রাণী টিকে থাকলে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনে প্রভাব পড়বে না।

বুধবার (২৩ জুলাই) সকালে ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পরিকল্পিত নগরায়ন ও নতুন নতুন বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। প্রকৃতিকে টিকিয়ে রাখতে পারলে আমরা এ পৃথিবীতে ভালোভাবে অক্সিজেন নিতে পারব। বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে তীব্র গরম, বন্যা, জলোচ্ছ্বাস, সবকিছুই বৃক্ষের সম্পৃক্ততা রয়েছে। গাছ শুধু অক্সিজেন নয়, আমাদের ছায়া, দৈনন্দিন ফলের চাহিদা পূরণ, কাঠ, লকড়ি পাচ্ছি। গাছপালা নির্বিচারে হত্যা করা হচ্ছে। এমন অবস্থা চলতে পারে না।’

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষৃমেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: আরিফুল ইসলাম ছিদ্দিকী।

অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোশারফ হোসেন।

এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, নার্সারি মালিক সমিতির সভাপতি আবু বক্কর, করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা মো: মামুন মিয়া। এ সময় সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, সোনাগাজী উপজেলা রেঞ্জ কর্মকর্তা তাজ উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি,ফুল, মাশরুম ও পরিবেশ বান্ধব পণ্যের ব্যাগ দোকানসহ মোট ১০টি স্টল রয়েছে বলে জানা গেছে।