আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।
এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শাহ আলম, শিবগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মাসুদ চৌধুরী ও পৌরসভার ৮নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
মাওলানা শাহাদাতুজ্জামান ১৯৯১ সালে এই আসনে জামায়াত থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। শিবগঞ্জের জনপ্রিয় এই নেতার মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।



