লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সমাবেশে বক্তারা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এবং গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ
লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

আজ সোমবার সকালে কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এবং গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো: আবু তাহের, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, নায়েবে আমির মাহবুবুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম লিজু।