ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় মাছুম বিল্লাহ (২৮) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হাঁটু থেকে পা বিচ্ছিন্ন হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মাছুম বিল্লাহ হালুয়াঘাট উপজেলার কাউচিয়া এলাকার মো: ওয়ালী উল্লাহর ছেলে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন হয়ে গুরুত্ব আহত হন মাছুম বিল্লাহ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার পপি বলেন, ট্রেনে কাটা পড়া যুবকের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রথামিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।