কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার ও অবমুক্ত

উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট এবং এটি পদ্ম গোখরা প্রজাতির, যা অত্যন্ত বিষধর বলে পরিচিত।

হুমায়ুন কবীর, কলাপাড়া (পটুয়াখালী)

Location :

Patuakhali
কলাপাড়ায় উদ্ধারকৃত পদ্ম গোখরা সাপ
কলাপাড়ায় উদ্ধারকৃত পদ্ম গোখরা সাপ |নয়া দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করে নিরাপদ বনে অবমুক্ত করেছে প্রাণীপ্রেমী সংগঠন এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আমতলী উপজেলার বান্দ্রা এলাকার একটি খেলার মাঠ থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার মাঠে জালে পেঁচানো অবস্থায় হঠাৎ সাপটিকে দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি এনিমেল লাভারস সংগঠনের হটলাইনে জানালে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট এবং এটি পদ্ম গোখরা প্রজাতির, যা অত্যন্ত বিষধর বলে পরিচিত।

সংগঠনের কলাপাড়া শাখার সদস্য আলমনজির ও মাসুদ হাসান জানান, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর টিয়াখালী ইউনিয়নের আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। তারা আরও বলেন, সাপসহ বন্যপ্রাণী রক্ষায় নিয়মিতভাবে তারা কাজ করে যাচ্ছেন এবং স্থানীয় মানুষদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিষয়ে কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণে এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বন বিভাগ তাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছে।’

উল্লেখ্য, পদ্ম গোখরা সাপ বাংলাদেশে বিরল হলেও মাঝেমধ্যে উপকূলীয় এলাকায় এর দেখা মেলে। এ সাপ সাধারণত বনাঞ্চল ও নদী-সংলগ্ন ঝোঁপঝাড়ে বিচরণ করে।

Topics