কুমিল্লার মুরাদনগরে গরু বুঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রী মোহাম্মদ মালু মিয়া (৪৪) নামের একজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি ড্রাইভার সাগর (২৭) আহত হয়েছেন।
নিহত সিএনজির যাত্রী মোহাম্মদ মালু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লাউর ফতেপুর গ্রামের চান্দর আলীর ছেলে এবং আহত সিএনজি ড্রাইভার সাগর একই থানার বারীখলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মালু মিয়া বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজার থেকে বিভিন্ন প্রকারের সবজি নিয়ে সাগরের সিএনজিতে করে তার নিজ এলাকায় যাচ্ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী পূর্বপাড়া এলাকায় আসলে বেপরোয়া গতিতে আসা কোম্পানীগঞ্জগামী গরু বোঝাই ঢাকা মেট্রো-ট (১৭-০১৫৪) নাম্বারের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজিতে থাকা সবজি ব্যবসায়ী মালু মিয়া। এ সময় সিএনজির ড্রাইভার সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার সাথে সাথেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক ও সিএনজি দুটি জব্দ করা হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত সবজি ব্যবসায়ী মালু মিয়ার লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’