নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টর গাড়ির চাপায় সিফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার সিঁকি চওড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিফাত উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকি চওড়া গ্রামের সৌদি প্রবাসী হিরো ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকি চওড়া গ্রামে ভেকু গাড়ি (এক্সকেভেটর) দিয়ে মাটি কেটে ট্রাক্টরযোগে মাটি বিক্রয় হচ্ছিল। সেই মাটিবাহী ট্রাক্টরের চাপায় নিহত হয় শিশু সিফাত হোসেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।



