দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার দুজনকে রাজশাহী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— ঝালুকা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী (৪৩) এবং জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আলী (২০)।

নওয়াব আলী উপজেলার ৫নম্বর ঝালুকা ইউনিয়নের ঝালুকা গ্রামের মরহুম জোনাব আলীর ছেলে। অপরদিকে আকাশ আলী ৭নম্বর জয়নগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পারিলা গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আমগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে নওয়াব আলীকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে পৃথক অভিযানে আকাশ আলীকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নাশকতা সংক্রান্ত মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নওয়াব আলী ও ছাত্রলীগ নেতা আকাশ আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে।