আশুগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ১২ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে : মোবারক হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রোববার (৩০ নভেম্বর) দ্বিতীয় দফায় ১২ জন অসহায় ও শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
আশুগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ১২ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ
আশুগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ১২ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দ্বিতীয় দফায় ১২ জন অসহায় ও শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র মাঠে এই হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোবারক হোসাইন। তিনি উপস্থিত অসহায় ১২ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন বলেন, ‘ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং গণমানুষের অধিকার আদায়ে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি পেতে হলে আল্লাহর হক্ব আদায়ের পাশাপাশি মানুষের হক্ব আদায় করাও অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। মানুষের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সে ধারাবাহিকতায় আজ প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ করছি। এতে কেউ উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

আগামী দিনে জনগণ জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে মাত্র পাঁচ বছরের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির মো: শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: আক্তার হোসেন, শ্রম মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিদর্শক ডা: আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, জামায়াত নেতা জায়েদুল হক জাবেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ ১২ জন নারী-পুরুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এর আগে প্রথম দফায় উপজেলার আরো ১২ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করেছিল উপজেলা জামায়াতে ইসলামী।