বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং নওপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউন্সিল অধিবেশনে উন্মুক্ত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাকিম এবং সাংগঠনিক সম্পাদক আয়েশ উদ্দিন।
অনুষ্ঠানে নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইলিয়াস আহমেদ স্বপন যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, অতিথি ছিলেন বিএনপি নেতা মেহেদী হাসান মিলন।
আরো উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, মো: বাচ্চু মিঞা, আক্কাছ আলী, রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো: দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, বেলাল হোসেন, ইনছের আলীসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশ ও গণতন্ত্রের স্বার্থে তার আশু রোগমুক্তি কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন শ্যামপুর হাট জামে মসজিদের ইমাম বেলাল হোসেন।



