নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলীসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ওই মামলার এজাহারভুক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো: নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। তবে শুনানি শেষে আদালতের বিচারক দু’জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগার বন্দীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কারাগারে নেয়ার সময় সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী জোরে জোরে বলতে থাকেন, ইউনূস সরকারের পতন হবেই হবে। এ সময় অন্য আসামিরা জয় বাংলা বলে শ্লোগান দেয়া শুরু করে।
নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, লালপুরে ঈদুল ফিতরের ওই ঘটনার মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিনে ছিলেন আসামিরা। বৃহস্পতিবার নাটোর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দু’জন বাদে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার বালিতিতা ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।



