সোনারগাঁয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলার কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো জুনায়েদ (৬) ও হাবিবুর রহমান (৮)। তারা দুজনই কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। নিহত জুনায়েদ কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর একই গ্রামের মো: বাদশার ছেলে। জুনায়েদ প্লে ও হাবিবুর প্রথম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে পাশে মাঠে দুই শিশু জুনায়েদ ও হাবিবুর আরো কয়েকজনের সাথে বুধবার দুপুরে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পাশের পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পানিতে নামে। এ সময় দুজনই পুকুরে পানিতে তলিয়ে যায়। পরে দু’জনের লাশ পানিতে ভেসে উঠে।

এ সময় পাশের এক মহিলা দেখতে পেয়ে তাদের দু’জনের বাড়িতে খবর দেয়া হয়। তাদেরকে পানি থেকে উদ্ধার করে দু’জনকে স্থানীয় মদনপুরের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।

নিহত হাবিবুরের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে একটি ফুটবল নিয়ে বাড়ির পাশেই আমার ছেলেসহ শিশুরা ফুটবল খেলছিল। দুপুর দেড়টার দিকে আমাদের বাড়ির পাশেই এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশে একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’