কৃত্রিম সংকট তৈরি করে কালো বাজারে সার বিক্রি করলে ডিলারদের জায়গা হবে করাগারে। কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিলসহ সাব-ডিলারদেরও জেল জরিমানার নির্দেশ দিয়েছেন অ্যার্টনি জেনারেল মো: আসাদুজ্জামান।
শুক্রবার বেলা ১১টার দিকে শৈলকুপা পাবলিক হল ও অডিটরিয়ামে বিসিআইসি সার ডিলারদের সাথে মতবিনিময় কালে হুশিয়ার দিয়ে তিনি এ কথা বলেন।
অ্যার্টনি জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, ‘দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষি বাঁচাতে হলে ঠিকমতো সার সরবরাহ থাকতে হবে।’
শৈলকুপা কৃষি অফিসের তথ্যমতে শৈলকুপাতে সারের কোনো সঙ্কট নেই জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু এখানে পেঁয়াজের চাষ বেশি, প্রয়োজনে এ উপজেলায় অতিরিক্ত সার বরাদ্দের ব্যবস্থা করা হবে। তবুও ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করতে পারবেন না।’
এরপরও যদি ডিলাররা কৃষকদের ঠিকমতো সার না দেন, দরকার পড়লে কৃষকেরা ডিলারদের গুদাম ঘেরাও করবে বলেও তিনি হুশিয়ারি দেন।



