কাউখালীতে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদীর গণসংযোগ

আপনাদের বিবেক অনুযায়ী সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন, যাতে ব্যবসা করার সময় আপনাদের কোনো চাঁদা দিতে না হয়। সাধারণ জনগণ ও দেশ যাদের কাছে নিরাপদ থাকবে, তাদেরকে ভোট দেয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করছেন শামীম সাঈদী
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করছেন শামীম সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুর-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে জামায়াত নেতা শামীম সাঈদী কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন তিনি।

শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তায়, পাঙ্গাশিয়া বাজার, নতুন বাজার, বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বাজারসহ একাধিক স্থানে তিনি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সাথে মতবিনিময়ে অংশ নেন।

গণসংযোগকালে শামীম সাঈদী বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারি। আপনাদের বিবেক অনুযায়ী সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন, যাতে ব্যবসা করার সময় আপনাদের কোনো চাঁদা দিতে না হয়। সাধারণ জনগণ ও দেশ যাদের কাছে নিরাপদ থাকবে, তাদেরকে ভোট দেয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই। শাসক নয়, জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে দোয়া চাচ্ছি।’

এ সময় কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।