মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘লৌহজং উপজেলা প্রেসক্লাব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একইসাথে আগামী দু’ বছরের জন্য (২০২৫-২০২৭) সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) উপজেলার অফিসার্স ক্লাব-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু নাসের খান লিমন (দৈনিক আমার দেশ) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম রাকিব (দৈনিক বাংলাবাজার পত্রিকা)।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি গোলাম মঞ্জুরে মাওলা অপু (দৈনিক নয়া দিগন্ত), রুবেল ইসলাম তাহমিদ (এটিএন-এমসিএল), সহ-সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু (দৈনিক রুপবানী), সাংগঠনিক সম্পাদক শেখ মো: লিখন (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো: স্বপন বেপারী (নিউজ বাংলা), দফতর সম্পাদক মো: জাহিদ হাসান (দৈনিক মানবতার কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল হোসেন (দৈনিক সারাবেলা), কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন রাজিব।
কমিটি গঠনের পর উপস্থিত সাংবাদিকরা লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাফল্য কামনা করেন এবং মুক্ত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।