জীবননগর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি গ্রেফতার

জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
গ্রেফতার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তূজা
গ্রেফতার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তূজা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তূজাকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম মোর্তূজা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের মরহুম মেহের মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গোলাম মোর্তূজা দেড় মাস আগে সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় তার হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায়। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় তার হাতের ক্ষত না ভালো হলে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নেন। পরে রোববার সকালে ভারতের উদ্দেশে দর্শনা ইমিগ্রেশনে পৌঁছালে তাকে গ্রেফতার করে দর্শনা পুলিশ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘গ্রেফতার গোলাম মোর্তূজা একটি নাশকতার মামলার জড়িত থাকায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’