কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৮) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি ২০১৩ সালে বসুরহাটে জামায়াত শিবিরের সাত নেতাকর্মীকে হত্যা মামলার আসামি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠান।
এর আগে বুধবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঢাকা ডিবি কার্যালয় থেকে নিয়ে আসে।
জানা যায়, ২০১৩ সালে ১৪ ডিসেম্বর বিগত ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাটে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা গেটে জামায়াত শিবিরের মিছিলে হামলা ও প্রকাশ্যে গুলি চালিয়ে সাত নেতাকর্মীকে হত্যা করে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ঘটনায় ১২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেফতার শাহাদাত হোসেন ওই মামলার আসামি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের সাত কর্মী হত্যার আসামি শাহাদাত। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কোর্টে সোপর্দ করা হয়।



