দেওয়ানগঞ্জে বোনের লাশ দেখে হার্ট অ্যাটাকে ভাইয়ের মৃত্যু

আজ সোমবার সকালে বোনের মৃত্যুর সংবাদ পেয়েই তাকে দেখতে দেওয়ানগঞ্জে দ্রুত ছুটে আসেন তিনি। বোনের বাড়ি এসেই লাশ দেখে হাউমাউ করে কান্না শুরু করেন এবং বুক চাপড়িয়ে আহাজারি শুরু করেন। এমতাবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক করে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
বোনের লাশ দেখে হার্ট অ্যাটাকে ভাইয়ের মৃত্যু
বোনের লাশ দেখে হার্ট অ্যাটাকে ভাইয়ের মৃত্যু |প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে বোনের লাশ দেখে হার্ট অ্যাটাক করে ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর বাজারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যক্তির নাম বিলাত আলী। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার মরহুম নাসির উল্যাহর ছেলে।

জানা গেছে, বিলাত আলী দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলায় স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করতেন। সেখানে বিভিন্ন ধরনের কাজকর্ম করতেন তিনি। আজ সোমবার সকালে তিনি সংবাদ পান তার আদরের বোন আলো বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। সংবাদ পেয়েই বোনকে দেখতে দেওয়ানগঞ্জে দ্রুত ছুটে আসেন তিনি। বোনের বাড়ি বাজারীপাড়া গ্রামে এসেই লাশ দেখে হাউমাউ করে কান্না শুরু করেন এবং বুক চাপড়িয়ে আহাজারি শুরু করেন। এমতাবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক করে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত আলো বেগম ও বিলাত আলীর আপন ভাই চাল ব্যবসায়ী জসিম উদ্দিন ঘটনার সততা স্বীকার করে বলেন, ‘আমরা সাত ভাই-বোন। নিহত আলো বেগম ভাই-বোনদের মধ্যে দ্বিতীয়। তার স্বামী মারা গেছেন অনেক আগেই। তার দুই ছেলে আছে। আজ বোন আলো বেগম মারা গেলে আমার আরেক ভাই মুন্সিগঞ্জ থেকে তাকে দেখতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছে।’

পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার এশার নামাজের পর জানাজা শেষে দুই ভাই-বোনকে একইসাথে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম খোকা ও সাবেক কমিশনার মো: আব্দুল মোতালেব নয়া দিগন্তকে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। বোনকে দেখতে এসে ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুব বেদনাদায়ক।