ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তারা পুলিশ বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করেছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি। আমরা ক্ষমতায় গেলে পুলিশ বাহিনীকে নতুন করে সাজাবো, যেন তারা ভালোভাবে আরো বেশি কাজ করতে পারে। তারা যেনো দেশের জনগণের পক্ষে কাজ করতে পারে।’
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মলানি বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্তমান বেকারত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আজ দেশে চাকরি নেই। কলকারখানা নির্মাণ করতে হবে। উন্নত কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এগুলো একমাত্র বিএনপিই পারবে।’
এটাই তার জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বহুদিন থেকে আপনাদের সাথে নির্বাচন করেছি। কখনো জিতেছি, কখনো হেরেছি, তবে আপনাদের ছেড়ে যাইনি। কারো কোনো কাজ করে দিয়ে একটা টাকাও নেইনি, এক কাপ চাও খাইনি। বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি। তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন।’
নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



