কিশোরগঞ্জের অষ্টগ্রামে জুলাই শহীদ পরিবারসহ দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে ১০টি সেলাই মেশিন বিতরণ করেছে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
মঙ্গলবার (২১অক্টোবর) সকালে অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন অষ্টগ্রাম শাখা ম্যানেজার গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট রুকন রেজা শেখ।
প্রধান অতিথি বলেন, যাকাত বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে ধনী ও গরীবের বৈষম্য কমে যাবে এবং অন্যায়, অপরাধ ধীরে ধীরে হ্রাস পাবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নুর উদ্দিন তালুকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফুল হক, জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মিডিয়া বিভাগের প্রধান সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াতের অমুসলিম শাখার জেলা সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসার, অষ্টগ্রাম সদর ইউনিয়নের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ওয়াজেদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি



